বিশ্ব এটমিক কুইজ | Energy of the future
বিশ্ব এটমিক কুইজ
নভেম্বর ১৪-১৫
নভেম্বর ১৪-১৫
নভেম্বর ১৪-১৫
নভেম্বর ১৪-১৫
কুইজ শুরু হতে আর বাকী আছে
তাড়াতাড়ি করুন, কুইজ শেষ হবে
দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড
এটম বা পরমাণু কী তা হয়তো আপনি জানেন, কিন্তু পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং এর প্রাত্যহিক ব্যবহার সম্পর্কে আপনি আসলেই কতোটুকু জানেন?
আমাদের বিশ্ব এটমিক কুইজে অংশগ্রহন করুন এবং পরমাণু ও পরমাণু সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিরল তথ্য জেনে নিন।

বিশ্ব এটমিক কুইজ বিশ্বব্যাপী একদিনের একটি ইভেন্ট। বিশ্ব বিজ্ঞান দিবস এবং রুশ পারমাণবিক শিল্পের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে এটির আয়োজন। আমাদের প্রাত্যহিক জীবনের মান উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানের গুরুত্ব এবং ঠুনকো এই পৃথিবীতে আমাদের অস্তিত্বকে আরও টেকসই করে তুলতে এর ভূমিকাকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

বিশ্ব এটমিক কুইজে শুধুমাত্র আপনার জ্ঞানের পরীক্ষাই হবে না বরং পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অর্জনগুলো সম্পর্কে জানতে সহায়তা করবে। প্রশ্নগুলোর জটিলতার মাত্রায় তারতম্য থাকতে পারে।

আমাদের এই অভিযানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রখ্যাত একাডেমিক, গবেষক এবং বিজ্ঞানীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কুইজ শেষে একজন বিশেষজ্ঞ প্রতিটি প্রশ্নের উত্তর বিশদভাবে ব্যাখ্যা করবেন এবং অন্তর্নিহিত কিছু বিষয় শেয়ার করবেন যা অল্প কিছু লোকই জানেন!

কিভাবে অংশগ্রহণ করবেন?

নভেম্বর ১৪-১৫, ২০২০ তারিখে মোটামুটি দেড় ঘন্টা সময় আলাদা করে রাখুন। বিশ্ব বিজ্ঞান দিবসে কুইজটি ৪ ঘন্টার জন্য উন্মুক্ত থাকবে। ‘Join’ লিংকে ক্লিক করে কুইজ শুরু করুন।

আপনাকে বিজ্ঞান, পারমাণবিক এবং জীবন সম্পর্কিত ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। মনে রাখবেন, না জানার মধ্যে কোনো লজ্জা নেই, না জানতে চাওয়াটাই লজ্জার।

পরীক্ষাটি শেষ করে আমাদের বিশেষজ্ঞের অংশগ্রহণে একটি ভিডিও দেখুন এবং নতুন কিছু জেনে নিন। 

আপনার সার্টিফিকেটটি বুঝে নিন, এবং চাইলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন অথবা, আপনার নিজস্ব ডিভাইসে সেইভ করে রাখুন।

আশাকরি আমাদের এই অভিযানটি আপনি উপভোগ করবেন!

যদি কোনও প্রশ্ন বা উত্তর আপনার কাছে অস্পষ্ট থেকে যায়, কিংবা কোনও বিষয় সম্পর্কে আপনি আরও কিছু জানতে চান বা আপনার মতামত/ ফিডব্যাক দিতে চান তবে atomicquiz@myfuture.energy মেইলটিতে পাঠিয়ে দিন। আমরা অধিক তথ্য নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবো।